বেফাঁস মন্তব্যে সাইফউদ্দিনকে বিসিবির তলব, দায় দিলেন সাংবাদিকদের
ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরুর দিনই অসংযত মন্তব্য করে বিপাকে বাংলাদেশের এই অলরাউন্ডার। তাকে ডেকে পাঠিয়েছিল বিসিবি, জানতে চাওয়া হয় মন্তব্যের কারণ। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটা ভাবছে বিসিবি। দেশের ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার তলবে সাড়া দেওয়ার পর সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন জানান, তিনি অনুতপ্ত। তবে এই ঘটনায় সাংবাদিকদের দায় দিয়েছেন তিনি।
সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন জানান, দীর্ঘ সাড়ে পাঁচ মাস মাঠের বাইরে থাকা অবস্থায় তার সঙ্গে জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউ যোগাযোগ করেনি। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর সাইফউদ্দিনের ডাক পড়ে বিসিবিতে। এমন মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। কারণ, উন্নত চিকিৎসার জন্য বিসিবিই তাকে কিছুদিন আগে লন্ডনে পাঠিয়েছিল। তার ইনজুরি নিয়ে তদারকিও করা হয়েছে ঠিকঠাক।
আগের দিনের মন্তব্য যে ঠিক ছিল না, বিসিবির তলবের পর সেটা বুঝতে পেরেছেন তরুণ এই অলরাউন্ডার। মঙ্গলবার ভুল স্বীকার করে সাইফউদ্দিন বলেন, 'আপনারা জানেন গতকাল (সোমবার) আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হয়তো আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনেক অনুতপ্ত।'
ক্রিকেটারদের ব্যাপারে বিসিবি কঠোর অবস্থানে যাচ্ছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সাংবাদিকদের দায় দেন সাইফউদ্দিন। তিনি বলেন, 'কঠোর তো আপনারা করছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাঁক তৈরি করে ফেলেন। আজ ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোন অস্তিত্ব পাওয়া যাবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করি, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।'
অথচ সাইফউদ্দিনই আগের দিন বলেছিলেন, 'আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তা-ভাবনা করব। সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম, জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সাথে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনোযোগ এখানেই।'
এমন মন্তব্যের পরই তাকে বিসিবিতে তলব করা হয়। বিষয়টি নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বলেছেন, 'বোর্ডের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে, সরাসরি বলতে পারে, সমালোচনা করতে পারে। কিন্তু আমাদের সঙ্গে বলতে পারে। এটা যদি সত্যি হতো, সম্পূর্ণ একটা অসত্য ঘটনাকে সে ইগনর করে গেল। এটা আমাদের কাছে অবাক লেগেছে। এ জন্য তাকে আমরা জিজ্ঞেস করেছি, এখন আমরা সিদ্ধান্ত নেব তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়।'
গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠে চোট পান সাইফউদ্দিন। চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া এই পেসার দেশে ফিরে আসেন। বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় তার। গত ২০ জানুয়ারি মাঠে ফেরার কথা ছিল সাইফউদ্দিনের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী চোটের উন্নতি না হওয়ায় সেটা হয়নি। সে সময় বিসিবির মেডিকেল বিভাগ চোট পর্যবেক্ষণ করে জানায়, সাইফউদ্দিনের মাঠে ফিরতে আরও সময় লাগবে।