রপ্তানি বন্ধ করে পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা আঘাত দিল রাশিয়া
ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তার জবাবে দেশগুলিতে ২০২২ সালের শেষপর্যন্ত বেশকিছু পণ্য রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মস্কো।
রপ্তানি নিষেধাজ্ঞায় রয়েছে টেলিকম, মেডিকেল, যানবাহন, কৃষি ও ইলেকট্রিক্যাল সরঞ্জামের মতো পণ্য। এছাড়া, কাঠের মতো কিছু বনজ পণ্য রপ্তানিও বন্ধ থাকবে।
রাশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বন্দরে বিদেশি জাহাজ ভেড়াও অচিরেই বিধিনিষেধের আওতায় পড়তে পারে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার যৌক্তিক প্রতিক্রিয়া হিসেবেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
"যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করেছে, তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো যেন ব্যাহত হয় তা নিশ্চিত করতে রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়া হলো। এতে রাশিয়ার অর্থনীতির এই (রপ্তানি) খাতগুলো প্রভাবিত হবে না।"
রাশিয়ার নতুন রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় পড়বে ইউরোপিয় ইউনিয়ন ও আমেরিকাসহ ৪৮টি দেশ।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন, রাশিয়ায় অবস্থিত বিদেশি মালিকানার কোম্পানিগুলোর রপ্তানিও এর আওতায় থাকবে। এসব কোম্পানির উৎপাদিত পণ্যের মধ্যে আছে- মোটরকার, রেলওয়ে ক্যারেজ, কন্টেইনার ইত্যাদি।
- সূত্র: বিবিসি