লাইভ নিউজে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড ধরে গ্রেপ্তার রাশিয়ান সংবাদকর্মী
সোমবার রাশিয়ার একটি টিভি চ্যানেলে সান্ধ্যকালীন খবর প্রচারের সময় যুদ্ধবিরতি প্ল্যাকার্ড হাতে সংবাদপাঠকের পেছনে এসে দাঁড়ান এক নারী।
'যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন,' লেখা প্ল্যাকার্ড হাতে মেরিনা ওভস্যানিকোভা ওই চ্যানেলেরই একজন সম্পাদক। প্ল্যাকার্ডে আরও লেখা ছিল, 'এদের প্রচারে বিশ্বাস করবেন না। এরা এখানে আপনাকে মিথ্যা কথা বলছে।'
তবে, তিনি ক্যামেরার সামনে আসার পরপরই চ্যানেল কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দেয়।
এই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানা গেছে।
তবে, এর আগেও একবার তিনি নিজের একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনকে 'অপরাধ' হিসেবে উল্লেখ করেন তিনি।
ভিডিওতে তিনি আরও বলেন, ক্রেমলিনের হয়ে কাজ করার জন্য তিনি লজ্জিত।
"আমি লজ্জিত যে আমি রাশিয়ার হাতের পুতুলে পরিণত হয়েছি," বলেন তিনি।
রাশিয়ার জনগণের উদ্দেশে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার বার্তাও দেন তিনি। শুধুমাত্র রাশিয়ার জনগণই এই 'পাগলামি' বন্ধ করতে পারে বলে উল্লেখ করা হয় ভিডিওতে।
সেই ঘটনার পর মেরিনা ওভস্যানিকোভার ফেসবুক পেজে তাকে অনেকেই ধন্যবাদ জানান। এমনকি একটি ভিডিও বার্তায় তাকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
- সূত্র: বিবিসি