দিল্লির সহিংসতায় এখনো নিখোঁজ ৭০০, দাবি মমতার
ভারতের দিল্লির সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় এখনো নিখোঁজ ৭০০ মানুষ। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লির সহিংসতার জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করেছেন তিনি। শাসকদলকে আক্রমণ করে মমতা বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র মানুষ গৃহহীন হয়েছেন। স্তূপীকৃত মৃতদেহ জমেছে। নর্দমা থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। ৭০০ মানুষের এখনো সন্ধান নেই। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক জনসভায় মমতা আরও একবার দিল্লির সহিংসতাকে 'গণহত্যা' বলে দাবি করেন। তিনি বলেন, 'দাঙ্গা বলে চালানোর চেষ্টা হলেও আসলে গণহত্যাই হয়েছে। ওটাকে কখনও দাঙ্গা বলবেন না। সব জায়গায় প্রচার করুন- ওটা গণহত্যা হয়েছে।'
বিজেপি সমর্থকদের একাংশের 'গোলি মারো' স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'কোন সাহসে রাস্তায় গোলি মারো বলে চেঁচাচ্ছে?'
এই বিতর্কিত স্লোগান দেওয়ার কারণে ইতিমধ্যে পুলিশ ধরপাকড় শুরু করেছে বলেও জানান মমতা।