গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ, বাসে অগ্নিসংযোগ
গাজীপুরের ছয়দানা এলাকায় বাসচাপায় এক শ্রমিক নিহত হওয়ার গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এসময় সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে খাবার বিরতি শেষে কারখানায় ফিরছিলেন স্থানীয় আলিফ ক্যাজুয়ালওয়্যার লিমিটেড কারখানার ইলেক্ট্রিশিয়ান মনির হোসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করার সময়- ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এরপর মনির হোসেন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে তার সহকর্মী ও অন্যান্য শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এক পর্যায়ে শ্রমিকদের একটি অংশ সৌখিন পরিবহনের একটি বাসে অগ্নি-সংযোগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসান জানান, শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা । এসময় বাসে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায়। আহত শ্রমিক মনির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ।