‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস’, বাবার জন্মদিনে মীরের পোস্ট
সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় পশ্চিমবাংলার 'মীরাক্কেল' খ্যাত তারকা উপস্থাপক মীর। প্রতিদিনের বিভিন্ন ঘটনা সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। সে ধারাবাহিকতায়ই বাবার ৭৬তম জন্মদিনে করেছেন বিশেষ পোস্ট।
গত পাঁচ বছর ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত মীরের বাবা। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়াতে বাবার কেক কাটার ছবি পোস্ট করেছেন মীর। দামী উপহার নয়, জন্মদিনে ছেলের কাছে বাবা আবদার করেছেন একটু সময়ের। তাইতো সময়কে সবথেকে বেশি মূল্য দেন মীর আফসার আলি। বাবার বলা কিছু মূল্যবান কথা স্মৃতির পাতা থেকে সামাজিক মাধ্যমের দেয়ালে শেয়ার করলেন তিনি।
বাবার জন্মদিন উপলক্ষে মীরের লেখা, 'আজ আব্বার জন্মদিন। বছর ছয়েক আগে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, জন্মদিনে কী গিফ্ট চান তিনি। আমার খুব ঘড়ির শখ। নানান ধরণের মডেল। বিদেশি ঘড়ি আমার বিশেষ দুর্বলতা। তো আব্বাকে ভীষণ উৎসাহিত হয়ে বললাম, 'আব্বা… এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি'। মুচকি হেসে আব্বা বললেন, 'ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস'।
বাবার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে মীর লেখেন, 'ঘটনাটা আমার যতটা স্পষ্ট মনে আছে, আব্বার স্মৃতিতে সেটা ততটাই ঝাপসা। গত ৫ বছর ধরে ডিমেনশিয়ার সঙ্গে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিনক্ষণ, সাল, সময় – কোন কিছুরই জ্ঞান বিশেষ নেই। হ্যাঁ, এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস'।
শেষে মীর পোস্টে জানিয়েছেন, 'আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাদের দূরে ঠেলে দেবেন না। যাদের আজকাল মনে থাকে না, তাদের আরও বেশি করে মনে ধরে রাখুন। ভাল থাকবেন সবাই। আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমার আর কিচ্ছু চাই না।'