ছবি তুলতে গিয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড ভাঙলেন অলিভিয়া রদ্রিগ্রো!
সঙ্গীত জগতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ও বিখ্যাত একটি পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কত কাঠখড়ই না পোড়াতে হয়। কিন্তু অতি সাধের সেই পুরস্কার পেয়েও যদি শিল্পী নিজের হাতেই তা ভেঙে ফেলেন, এর চেয়ে করুণ আর কিছু হতে পারে না!
কিন্তু আমেরিকান গায়িকা অলিভিয়া রদ্রিগোর সাথে ঠিক এই ঘটনাই ঘটেছে। ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট নিউ আর্টিস্ট, বেস্ট পপ সলো পারফরমেন্স এবং বেস্ট পপ ভোকাল অ্যালবামসহ তিনটি বিভাগে ট্রফি পেয়ে ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু পুরস্কারসহ ছবি তুলতে গিয়ে একটি অ্যাওয়ার্ডই ভেঙে ফেলেছেন 'সোর' গায়িকা।
সিএনএন জানায়, গ্র্যামিজয়ী এই ডিজনি তারকা তার তিনটি অ্যাওয়ার্ড নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলেন। তখন দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গিয়ে একটি অ্যাওয়ার্ড ভেঙ্গে যায়।
তবে সৌভাগ্যবশত স্টেজে একজন সহকারী উপস্থিত ছিলেন। তিনি ট্রফির ভাঙা টুকরো গুলো ভালোভাবে জোড়া লাগিয়ে ফেরত দেন অলিভিয়াকে। পরে অবশ্য এই ঘটনায় অলিভিয়া নিজেই হাসতে থাকেন। আবারও ট্রফিসহ পোজ দেয়া শুরু করেন তিনি।
কিন্তু ওই কয়েক মুহূর্তের মধ্যেই অলিভিয়ার হতবুদ্ধি চেহারার ছবি তুলতে ভোলেননি আলোকচিত্রীরা। সেই ছবি ছড়িয়েও পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
মাত্র ১৩ বছর বয়সে ডিজনির 'বিজারডভার্ক'-এ পেইজ অলভেরা চরিত্রে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন অলিভিয়া।
গ্র্যামি অ্যাওয়ার্ডে এর আগে ২০১০ সালে পপ তারকা টেইলর সুইফটের সাথে একই কাণ্ড ঘটেছিল। গ্র্যামিতে জেতা চারটি অ্যাওয়ার্ড নিয়ে পোজ দেওয়ার সময় একটি ট্রফি তার হাত থেকে পড়ে গিয়েছিল।
সূত্র: সিএনএন