২০ বছরে প্রথম ৫ উইকেটের স্বাদ
এমন শিরোনামের সঙ্গে এনামুল হক জুনিয়রের ছবি দেখে ধন্ধে পড়ে যেতে পারেন যে কেউ। ২০ বছরের লম্বা ক্যারিয়ারে এতোদিনে একবারও ৫ উইকেট নিতে পারেননি তিনি? না, জাতীয় দলের হয়েই তিনবার ইনিংস ৫ উইকেট নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার। প্রথম শ্রেণিতে ৫ উইকেট নিয়েছেন ৩৪ বার। কিন্তু লিস্ট 'এ' ক্রিকেটে ১৭৪ উইকেটের মালিক একবারও ৫ উইকেট নিতে পারেননি।
অবশেষে ফুরাল তার অপেক্ষা। শনিবার ঢাকা প্রিমিয়ার (ডিপিএল) লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পথ ভুলিয়ে দিনে এনামুল শিকার করলেন লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। এদিন তার বোলিং তোপে পড়েই দেড়শ রানের আগে অলআউট হওয়া মোহামেডানকে হেসে খেলেই হারিয়েছে এনামুলের দল রূপগঞ্জ টাইগার্স।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মোহামেডানের বিপক্ষে ম্যাচের আগে লিস্ট 'এ' ক্রিকেটে এনামুলের সেরা বোলিং ছিল ২৬ রানে ৪ উইকেট। ৫০ ওভারের এই ফরম্যাটে ছয়বার ৪ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। ১৩৩তম ম্যাচে এসে দেখা পেলেন ৫ উইকেটের।
এনামুলের আলো ছড়ানোর ম্যাচে তার দল মোহামেডানকে রীতিমতো উড়িয়ে দেয়। ৮২ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। এনামুলের বোলিং তোপে পড়ে ৩৮.১ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায় মোহামেডোনের ইনিংস। ৯.১ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন। এ ছাড়া মকিদুল ইসলাম মুগ্ধ ৩টি উইকেট নেন।
ছোট লক্ষ্য পাড়ি দিতে নেমে হেসেখেলেই তা ছাড়িয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। আসিফ আহমেদ রাতুল ও ফজলে মাহমুদ রাব্বির ব্যাটে ৩৬.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় প্রিমিয়ার লিগের নতুন দলটি। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে তারা। মোহামেডান ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে।