১৯ বছর পর অস্ট্রেলিয়া সফরের আশায় বাংলাদেশ
২০০৩ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ। সফরে ছিল দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে। ২০০৮ সালে অজিদের মাটিতে ৩টি ওয়ানডে খেলে বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে দুটি সফর হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে নিশ্চয়ই আর সফরের ইচ্ছা ছিল বাংলাদেশের। কিন্তু না, ইচ্ছামতো কিছুই হয়নি। ওই দুই সফরই শেষ।
এরপর কেটে গেছে ১৪ বছর, দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আর অস্ট্রেলিয়া যাওয়া হয়নি বাংলাদেশের। সহসাও হচ্ছে না, তবে আইসিসির ভবিষ্যৎ সফর সূচির আগামী চক্রে অজিদের মাটিতে খেলার সম্ভাবনা জেগেছে। ২০২৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট সিরিজ খেলার সুযোগ হতে পারে বাংলাদেশের। তেমন হলে ১৯ বছর পর দেশটিতে সফর করবে বাংলাদেশ, টেস্ট খেলা হবে ২৪ বছর পর।
অস্ট্রেলিয়া সফরে যাওয়া না হলেও দেশটিকে আতিথেয়তা দিয়ে আসছে বাংলাদেশ। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসে রেকর্ড পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এরপর ২০১১, ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশে আসে অজিরা। ২০২৬ সালে বাংলাদেশ সফরে আসার কথা তাদের। এর পরের বছরই (২০২৭) অস্ট্রেলিয়ায় সফর করতে পারে বাংলাদেশ।
আগামী চক্রে ইংল্যান্ডের মাটিতেও টেস্ট খেলার চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত নয়, কথাবার্তা চালিয়ে যাচ্ছে বিসিবি। রোববার মিরপুরে সংবাদমাধ্যমকে এমনই তথ্য দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় মোটামুটি ২০২৭ সালে, বাংলাদেশ ওখানে খেলতে যাবে। দুটি টেস্ট খেলতে যাবে। এটা পরিকল্পনায় আছে, এখনও নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। অস্ট্রেলিয়া এবং বাকি যারা আছে, পাকিস্তান আছে, ইংল্যান্ড আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ তো আছেই; তাদের সঙ্গে এখনও আমাদের আলাপ-আলোচনা চলছে। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, পরে আপনারা জানতে পারবেন।'
অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডেও দীর্ঘদিন সফর করা হয় না বাংলাদেশের। সর্বশেষ ২০১০ সালে দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলে তারা। আগামী চার বছরের চক্রেও ইংল্যান্ড সফরের সম্ভাবনা কম, এরপরও চেষ্টায় আছে বিসিবি। জালাল ইউনুস বলেন, 'ইংল্যান্ডের সঙ্গে এখনও কথা হচ্ছে, নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। সেটা এখনও আলাপ-আলোচনার মধ্যেই আছে। আমরা আশা করছি যেতে পারব, ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব।'
আগামী চার বছরের চক্রে বাংলাদেশ কতগুলো ম্যাচ খেলতে পারবে, সেটার একটা প্রাথমিক ধারণা দিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, 'এখনও পর্যন্ত মোটামুটি যেগুলো চূড়ান্ত করেছি, ৪০টির বেশি টেস্ট খেলব ২০২৭ সাল পর্যন্ত, ৭০টির বেশি আছে ওয়ানডে, ৭৬টির বেশি আছে টি-টোয়েন্টি। মোটামুটি নিশ্চিত আছে, হতে পারে এখান থেকে কিছু বদল আসবে। এসব কিন্তু আইসিসি ইভেন্টের বাইরে। আইসিসি ইভেন্ট তো আছেই। কিছু ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তাভাবনা আছে আমাদের।'