করোনায় নতুন কেউ আক্রান্ত হয়নি
দেশে করোনা ভাইরাসে নতুন কেউ আক্রান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সোমবার রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, দেশে নতুন করে কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।
মীরজাদা সেব্রিনা বলেন, গতকাল (রোববার) আমরা যখন করোনা ভাইরাসে তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছি, তারপর থেকে আমরা মোট ৫০৯টি কল পেয়েছি। এর মধ্যে ৪৮৯টি কলই করোনা সংক্রান্ত। অনেকেই করোনা সম্পর্কিত নানা তথ্য জানার জন্য কল দিচ্ছেন। অনেকে হট লাইনের নম্বর ব্যস্ত পাচ্ছেন।
আইইডিসিআর পরিচালক বলেন, আইইডিসিআরে সরাসরি ১৮ জন এসেছেন। গত ২৪ ঘণ্টায় আমরা আরও চারজনের নমুনা সংগ্রহ করেছি। সেই চারজনের কারো মধ্যেই করোনার উপস্থিতি পাওয়া যায়নি।
বিদেশ থেকে কেউ আসলেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এমন ভাবনা সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি।
এর আগে রোববার আইইডিসিআর এক সংবাদ সম্মেলনে জানায়, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত বাংলাদেশি। আক্রান্তদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।