‘জানতাম প্রধানমন্ত্রীর কানে পৌঁছালে এখানে থানা হবে না’
রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে থানাভবন নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাঠটি খেলার মাঠ হিসেবে রাখার সিদ্ধান্তও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধিকারকর্মী সৈয়দা রত্না বলেছেন, জানতাম প্রধানমন্ত্রী ঘটনাটি জানলে এখানে থানাভবন নির্মাণ করতে দেবেন না।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই তার এই সিদ্ধান্তের জন্য। প্রধানমন্ত্রীকে আমি এই আবেদনও করতে চাই, মাঠটি একেবারে মুক্ত করে দেওয়া হোক।"
তিনি বলেন, "হঠাৎ আবার মনে হতে পারে এটা তাদের (পুলিশ) জায়গা, তারা নিজেদের মতো করে ব্যবহার করবে। তখন আবার এভাবে ভবন নির্মাণের জন্য দাবি করতে পারে।"
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ ব্রিফিং- এর সময় বলেছেন, মাঠে চলমান নির্মাণকাজ বন্ধ করা হবে। তবে মাঠের মালিকানায় থাকবে পুলিশ।"
এর প্রেক্ষিতেই এমন আহ্বান জানান সৈয়দা রত্না।