করোনা আক্রান্ত ৩ রোগীর অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর
দেশে যে তিন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।
মঙ্গলবার দুপুরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় তিনি আরও জানান, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দেশে এখন পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজনই।
আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।
তিনি বলেন, যে তিন জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের মধ্যে দুই জনের মধ্যে মৃদু সংক্রমণ ছিল। তবে তাদের আমরা এখনই ছাড়তে পারবো না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী: পরপর দুইবার স্বাস্থ্য পরীক্ষাতে নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত রোগীদের চিকিৎসাধীন থাকতে হবে। তবে বাকি যারা আছেন, তাদের নিয়েও শঙ্কার কোনো কারণ নেই।
এর আগে গত রোববার বিকেলে দেশে করোনা ভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এদের একজনের স্ত্রী তার স্বামীর মাধ্যমে করোনায় আক্রান্ত হন।
আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন—এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।
মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।