ছুটিতে ক্রিকেটাররা, সবুজ গালিচায় গলফে মাতলেন সিডন্স-ডোনাল্ডরা
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু আগামী ১৫ মে। চট্টগ্রামের সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশ অবশ্য বেশ আগেই প্রথম টেস্টের ভেন্যুতে চলে এসেছে। শ্রীলঙ্কা ঢাকায় থাকলেও ৮ মে চট্টগ্রামে এসে পরের দিন থেকেই অনুশীলনে নেমে পড়ে মুমিনুলবাহিনী। ৯ ও ১০ মে জহুর আহমেদে হয়েছে আঁটসাঁট অনুশীলন।
দুই দিনের 'প্যাকড' অনুশীলনে দল ফুরফুরে মেজাজে। ক্রিকেটারদের ওপর চাপ যেন না পড়ে, সেই ভাবনা থেকে ১১ মে অনুশীলন রাখা হয়নি। এদিন ছুটি দেওয়া হয় ক্রিকেটারদের। ছুটির মতো করেই দিনটা পার করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শিষ্যরা যখন ছুটির আমেজে, কোচিং স্টাফরা তখন গলফে মেতেছিলেন। সবুজের সমারোহে দারুণ একটি দিন কাটিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটরা।
বেশিরভাগ ক্রিকেটার হোটেলে শুয়ে-বসেই দিন পার করেছেন। প্রয়োজনে দুই-এক জন হোটেল থেকে বেরিয়েছিলন। বাকি জিম ও সুইমিংয়ে সময় পার করেছেন। চট্টগ্রামেরর ঘরের ছেলে তামিম ইকবাল, ছুটির দিনে নিজ বাড়িতে ঢু মেরেছেন ওয়ানডে অধিনায়ক। চট্টগ্রামের আরেক ঘরের ছেলে ইয়াসির আলী রাব্বিও নিজ বাড়ি থেকে ঘুরে আসেন। এর আগে সকালে ব্যাট সারানোর কাজে বাইরে যান ইয়াসির।
শিষ্যদের হোটেলে রেখে সবুজের পানে ছোটেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভাটিয়ারি গলফ কোর্স ছিল তাদের ঠিকানা। সকাল ১১টার পর হোটেল থেকে বেরিয়ে দিনের বেশিরভাগ সেখানেই পার করেন তারা। দুপুর গড়িয়ে বিকালে হোটেলে ফেরেন বিদেশি এই চার কোচ।
দিনটা যে দারুণ কেটেছে, সেটা সিডন্সের কথাতেই পরিষ্কার। গলফ কোর্টে দিন কাটিয়ে অস্ট্রেলিয়ান এই কোচ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 'কী দারুণ একটি দিন কাটল চট্টগ্রামের ভাটিয়ারি গলফ কোর্সে। চারপাশ মনোমুগ্ধকর এবং গলফ খেলা আনন্দের কিছু। কাল কাজে ফিরব। প্রথম টেস্টের আগে তিন দিনের অনুশীলন রয়েছে।'
প্রথম টেস্টের আগে ফুরসতের আর সময় নেই বাংলাদেশ দলের। শেষ বেলায় এসে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে ঘরের মাঠের দলটিকে। রাতে ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসার কথা টিম ম্যানেজমেন্টের। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলে ঢাকা ফিরবে দুই দল। ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।