করোনা নেগেটিভ সাকিব, যোগ দিচ্ছেন দলের সঙ্গে
আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের না খেলার ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এরপর আমেরিকা থেকে ফেরার দিনই সাকিব আল হাসান করোনা পজিটিভ হওয়ায় দুশ্চিন্তা বেড়েছিল বাংলাদেশের। তবে তিন দিনের মধ্যেই সুখবর মিললো। করোনামুক্ত হয়েছেন সাকিব, প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান, করোনা নেগেটিভ হওয়ায় চট্টগ্রামে দলের সঙ্গে শুক্রবার যোগ দিচ্ছেন সাকিব।
মিনহাজুল আবেদীন বলেন, 'সাকিব আল হাসান করোনা নেগেটিভ হয়েছেন। আজ সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রামে এসে দলের সঙ্গে সে যোগ দেবে। তবে প্রথম টেস্টে তার খেলার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী সাকিবের খেলার ব্যাপাররে সিদ্ধান্ত নেওয়া হবে। সাকিবের সুস্থতার ওপর নির্ভর করবে তার খেলা।'
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে গত ১০ মে আমেরিকা থেকে দেশে ফেরেন সাকিব। কোভিড প্রকোটল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার কোভিড টেস্ট করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ জন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
করোনা পজিটিভ হয়ে নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন সাকিব। তার চার দিন আইসোলেশনে থাকার কথা ছিল, আইসোলেশন শেষ হওয়ার কথা ছিল ১৪ মে। কিন্তু প্রথম টেস্টের কথা মাথায় রেখে আগেই তার পরীক্ষা করানো হয়, তাতে ফল নেগেটিভ এসেছে।
আজ চট্টগ্রামে এসে শনিবার থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন সাকিব। আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের আগের দিন (রোববার) তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।