বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার তহবিল দেবে বিশ্বব্যাংক
রাশিয়া ও ইউক্রনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী দেখা দিয়েছে খাদ্য সংকটের লক্ষণ। উভয় দেশ বিশ্বের অন্যতম প্রধান দানাদার শস্যের রপ্তানিকারক হলেও যুদ্ধের ফলে তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে। তাই বৈশ্বিক খাদ্য সংকটের এ হুমকি মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক।
আজ বুধবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে, আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর খাদ্য নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা তুলে ধরে একথা জানানো হয়।
বিশ্বব্যাংকের এ তহবিল থেকে ১২ বিলিয়ন ডলার নতুন প্রকল্পে দেওয়া হবে। আর বাকি ১৮ বিলিয়ন ডলার চলমান খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক প্রকল্পে অর্থায়ন করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আওতায় ইতোমধ্যেই যেসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু অর্থছাড় হয়নি সেখানে এই অর্থায়ন করা হবে।
সূত্র: রয়টার্স