দেশে এখন করোনা আক্রান্ত কেউ নেই: আইইডিসিআর
বাংলাদেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানিয়েছেন।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে শনিবার আইইডিসিআর এর নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ এতথ্য জানান আইইডিসিআর পরিচালক।
অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশ মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। তৃতীয় জনের একটি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তাকে দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলেই তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরও চারজন।
অধ্যাপক ফ্লোরা বলেন, ধর্ম মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি করোনা ভাইরাস বা শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন-হাঁচি, কাশি থাকলেও যেন কেউ জামাতে নামাজ পড়তে না যায়।