মে মাসে সড়ক দুর্ঘটনায় ৬৪১ মৃত্যু: প্রতিবেদন
রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬৪১ জনের।
৫২৮টি পৃথক দুর্ঘটনায় ৬৪১ জনের মৃত্যু ছাড়াও আহত হন ১,৩৬৪ জন।
সোমবার (৬ জুন) রোড সেফটি ফাউন্ডেশন এই প্রতিবেদন প্রকাশ করে জানায়, নিহত ৬৪১ জনের মধ্যে ৮৪ জন নারী এবং ৯৭ জন শিশু।
২৪৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে ২৭৯জন, যা মোট মৃত্যুর ৪৩.৫২%। মোট দুর্ঘটনায় মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৬.৭৮%।
এছাড়া, নৌপথের ৭টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪, নিখোঁজ হয়েছে দুজন। এবং ১৩টি ট্রেন দুর্ঘটনায় মারা গেছে ১৭ জন, আহত তিনজন।
রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়া আউটলেটের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে। ১২৭টি দুর্ঘটনায় মারা গেছে ১৫৯ জন। সিলেট বিভাগে ২২টি দুর্ঘটনায় অন্তত ২৩ জন মারা গেছে যা সবগুলো জেলার মধ্যে সর্বনিম্ন।
ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে, ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৭ জন। সবচেয়ে কম ঝালকাটি জেলায়, তিনটি দুর্ঘটনায় দুইজন আহত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সড়ক নিরাপত্তা ফাউন্ডেশন জানিয়েছে, দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ত্রুটিপূর্ণ যানবাহন, অতিরিক্ত গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, দক্ষতার অভাব এবং শারীরিক-মানসিক অসুস্থতা, মহাসড়কে কম গতির যানবাহন চলাচল করা, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা।