‘ওপেন রিলেশনশিপে’ ছিলেন পিকে-শাকিরা, ছিলো না কোনো অবিশ্বাস
পুরো এক যুগ একসঙ্গে কাটানোর পর গেল শনিবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান গায়িকা শাকিরা। জুটি বিচ্ছেদ নিয়ে দুজনে যৌথ বিবৃতি দিলেও ধারণা করা হচ্ছে এই বিবৃতি একতরফাভাবে শাকিরার কাছ থেকেই এসেছে এবং তার এমন আচরণে বিস্মিত হয়েছেন বার্সেলোনা ডিফেন্ডার।
পিকের ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে এমন তথ্যই পেয়েছেন বলে দাবি করেছেন 'ভিভা লা ভিদা' নামক শো-এর সাংবাদিক আন্তোনিও আভিলেস। তিনি বলেন, "পিকের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমাকে নিশ্চিত করেছেন যে পিকের দিক থেকে সম্পর্কে কোনো অবিশ্বাস ছিল না। শাকিরার দেওয়া এই বিচ্ছেদের ঘোষণায় তিনি ভীষণ অবাক হয়েছেন।"
পিকে ও শাকিরার 'মুক্ত সম্পর্ক'
সাংবাদিক আন্তোনিও আভিলেস আরও দাবি করেছেন, পিকে ও শাকিরা গত কয়েক বছর ধরেই 'ওপেন রিলেশনশিপে' আছেন। তাদের বিষয়টি ছিল এরকম যে 'তোমার যা ইচ্ছা তাই করবে এবং আমার যা ইচ্ছা আমি সেটাই করবো।' অর্থাৎ, দুজনেরই নিজের জীবন নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল। তবে জনসম্মুখে নিজেদের 'জুটি' হিসেবে দেখানোর চুক্তি ছিল তাদের।
যৌথ বিবৃতিতে কী বলা হয়েছে?
যৌথ বিবৃতিতে পিকে-শাকিরা জানিয়েছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিচ্ছেদ হচ্ছে। আমরা অনুরোধ করছি যেন আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা সবাই রক্ষা করে চলে। আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থেই এটা করা। ওদের কথা ভাবাই আমাদের প্রথম লক্ষ্য।'
১২ বছরের দাম্পত্য জীবনে কাতালান ও কলাম্বিয়ান তারকা জুটির ঘরে দুই সন্তান রয়েছে- ১০ বছর বয়সী মিলান ও ৭ বছর বয়সী সাশা।
তবে বিচ্ছেদ ঘোষণার আগেই গুজব শোনা যাচ্ছিলো, দুই তারকার সম্পর্কের মাঝে প্রবেশ করেছেন তৃতীয় ব্যক্তি; বলা ভালো, নারী, যার প্রেমে মজেছেন পিকে। আর বার্সেলোনা তারকাকে নাকি হাতেনাতে ধরে ফেলেছেন শাকিরা। তাই পিকের সঙ্গে সম্পর্কে না থাকার সিদ্ধান্ত নেন তিনি।
বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, গত কয়েক মাস ধরেই পরিবার থেকে দূরে, আলাদা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকছেন জেরার্ড পিকে।
সূত্র: মার্কা