মালয়েশিয়া পরীক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে হার। পরের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়েও হেরে যায় জামাল ভূঁইয়ার দল। টানা দুই ম্যাচ হারলেও শেষটা ভালোভাবে করতে চায় বাংলাদেশ।
'ই' গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে হারের বৃত্ত ভাঙতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
টুর্নামেন্টে এখনও কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। দুই হারে পয়েন্ট তালিকার তলানিতে তারা। দুই ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্স মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রেরণা যোগাচ্ছে বাংলাদেশকে। যদিও স্বাগতিকদের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে।
তিন পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপে দুই নম্বরে আছে মালয়েশিয়া। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে পারলে এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা। তুর্কমেনিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে বাছাইপর্ব শুরু করেছিল মালয়েশিয়া। পরের ম্যাচে বাহরাইনের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। টানা দুই ম্যাচ জিতে তালিকার শীর্ষস্থানে হরাইন। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তুর্কমেনিস্তানের চেয়ে এগিয়ে মালয়েশিয়া।
আগের রেকর্ডে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মালয়েশিয়া। ৯ বারের সাক্ষাতে বাংলাদেশকে ৬ বার হারিয়েছে তারা। একটি মাত্র ম্যাচে জিতেছে বাংলাদেশ, ১৯৮২ এশিয়ান গেমসে ২-১ গোলে জেতে তারা। বাংলাদেশের অনুপ্রেরণা সর্বশেষ দুই ম্যাচ। শেষ দুই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে হারেনি বাংলাদেশ। ২০১২ সালের নভেম্বরে ১-১ গোলে এবং ২০১৫ সালের আগস্টে গোলশূন্য ড্র হয়।