বড় হারে মিশন শেষ বাংলাদেশের
হারে শুরু, হারেই শেষ। লড়াই করলেও মিললো না বলার মতো কোনো গল্প। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশকে। মঙ্গলবার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হেরে গেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
এই হারে 'ই' গ্রুপ থেকে কোনো পয়েন্ট পেয়েই বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হার মানে বাংলাদেশ। গ্রুপের তলানির দল হিসেবে বাছাই শেষ করলো তারা।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে মালয়েশিয়া। প্রথম ২০ মিনিট মুহুর্মুহু আক্রমণের মাধ্যমে বাংলাদেশ শিবিরকে তটস্থ রাখে স্বাগতিকরা। ম্যাচের ৪র্থ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। কিন্তু ডিফেন্ডার করবিন ওংয়ের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
দুই মিনিট পর স্বাগতিকদের অধিনায়ক মোহাম্মদ শফিক আহমদের ডান পায়ের শট সাইড বারে লেগে ফিরে আসে। ১৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া। বক্সের ভেতর ফরহাদকে বিপজ্জনকভাবে ফাউল করায় ফাহাদের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাফাভি রাশিদ।
৩১তম মিনিটে গোল করে খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। বিশ্বনাথের লং থ্রোয়ে রাকিবের ফ্লিকের পর ইব্রাহিম হেড করে জাল খুঁজে নেন। তুর্কমেনিস্তান ম্যাচেও একইভাবে গোল পান এই ফরোয়ার্ড। ৭ মিনিট পরই আবার এগিয়ে যায় মালয়েশিয়া। ডিওন কুলসের বাঁ পায়ের জোড়ালো শটে পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মালয়েশিয়া। ৪৭ মিনিটে শফিক আহমেদ গোল করে মালয়েশিয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন। ম্যাচের ৭৩ মিনিটে স্বাগতিক দলের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন ডারেন লক।