'কৌতূহল থেকে' আগন্তুককে খুন করলেন কোরিয়ান ক্রাইম শো'র ভক্ত

গত জুন মাসেই জাং নিজের অপরাধ আদালতের কাছে স্বীকার করে নেন। আরও লঘু সাজার আর্জি জানিয়ে তিনি বলেন, অপরাধটি করার সময় হ্যালুসিনেশন এবং অন্যান্য মানসিক ব্যাধিতে তিনি ভুগছিলেন।