ফিরেই টস জিতলেন মুমিনুল
প্রায় এক বছর পর টেস্ট খেলছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছে মুমিনুল হকের দল। নতুন শুরুর পর্বে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাড়ে ৯টা থেকে শুরু হতে যাওয়া ম্যাচে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই পেসার খেলানোর সাহস দেখায়নি বাংলাদেশ। চার স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নেমেছে ঘরের মাঠের দলটি। অদ্ভুত কারণে একাদশে জায়গা হয়নি টেস্টের নিয়মিত সদস্য আবু জায়েদ রাহির। একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন বাঁহাতি এই পেসার।
সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। তামিম ইকবালের সঙ্গী হিসেবে ইনিংস উদ্বোধন করবেন সাদমান ইসলাম। দলে জায়গা হয়নি সাইফ হাসানের। একাদশের বাইরে থাকা বাকি ক্রিকেটাররা হলেন। মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান ।
জায়গা হয়নি যাদের: মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডা সিলভা, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিক্যান ও কাইল মেয়ার্স।
জায়গা হয়নি যাদের: কাভেম হজ, আলজারি জোসেফ, বীরসাম্মি পেরমল ও রেমন রেফার।