ভাঙলো ব্যাংকারদের ক্রিকেট মেলা
পুরো বছর কর্মব্যস্ততায় কাটে। ফুরসতই মেলে না, সেখানে বিনোদন খোঁজাটা যেন বাড়াবাড়িই। কর্মব্যস্ততার সঙ্গে আছে দুর্ভোগও। বাসা থেকে অফিস কিংবা অফিস থেকে বাসায় ফেরাটাও এক ধরনের যুদ্ধের মতো। ঢাকার যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছানো নিশ্চয়ই সহজ কাজ নয়!
এমন কর্মব্যস্ত মানুষদের বিনোদন আর ক্রিকেট খেলার সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছিল বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২০, পাওয়ার্ড বাই সাইফ পাওয়ারটেক গ্রুপ।
ব্যাংকারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি নামের এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইস-এর আয়োজনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আরও ১৫টি শীর্ষস্থানীয় ব্যাংক অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে।
শনিবার ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নেমেছে ১ মাস ৭ দিনব্যাপী এই টুর্নামেন্টের। ফাইনালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে ৩২ রানে হারিয়ে শিরোপা জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত এই ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাহমুদুল হাসান রানার (বিকাশ রঞ্জন দাস) দারুণ বোলিংয়ের পরও ৯ উইকেটে ১৬৩ রানের মতো লড়াকু সংগ্রহ গড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ২৭ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা আমান।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পিছিয়ে পড়া ইস্টার্ন ব্যাংক সেভাবে লড়াই করতে পারেনি। ১৩১ রানে থেমে যায় তাদের ইনিংস।
এরআগে ইয়ুথ ক্লাব মাঠে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়াকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয় ব্র্যাক ব্যাংক। এ ছাড়া সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স লিমিটেড ব্যাংককে হারিয়ে বোল চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন। এমন আয়োজন দেখে বিসিবি সভাপতি বলেন, 'আমি টিভিতে খেলাগুলো দেখছিলাম। ভালো লাগছিল। সবচেয়ে ভালো লাগছিল এটা দেখে যে, ব্যাংকাররা যে কখনও মাঠে আসবে এটা কখনও মাথায় আসেনি। এটা দেখে ভালো লেগেছে যে তারাও ক্রিকেটে আগ্রহী।'
গত ২৭ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে ব্যাংকারদের এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। ১৬ দলের অংশগ্রহণে গত ৭ ফেব্রুয়ারি মাঠে গড়ায় ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি। ফাইনাল পর্বের তিনটি ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সিটি ক্লাব ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মাঠে অনুষ্ঠিত হয়।
১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। চার গ্রুপের সেরা চার দল সেমি ফাইনাল খেলে। সেরা দুই দল ওঠে ফাইনালে। ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির খেলা সপ্তাহের দুদিন অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহের দুই ছুটির দিন শুক্রবার ও শনিবার ম্যাচগুলো আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি ব্যাংক ছিল: স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ইসলামি ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির পৃষ্ঠপোষকতায় ছিল বসুন্ধরা গ্রুপ, সাইফ পাওয়ারটেক, এবি ব্যাংক, রহিম স্টিল, সেইলর, ইগলু, চ্যানেল নাইন, একমি, পেপসি, ইউল্যাব, এবিসি রেডিও, নকিয়া, বিকন গ্রুপ, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আর্টিসান আউটফিটারস লিমিটেড, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ, শেয়ার ট্রিপ, এলজি, ম্যাড শেফ, এলিট ফোর্স এবং অনলাইন পোর্টাল বিডিক্রিকটাইম।