নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সফর মানেই যেন বাংলাদেশ ক্রিকেট দলের শুরুর বিন্দুটি অভিন্ন । দেশটিতে তাদের সর্বশেষ দুটি সফর সেটাই বলে। দুই বছর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যেখানে শুরু হয়েছিল সফর, কয়েক মাস পর সফরে গিয়ে সেখান থেকে আবারও শুরু করবে বাংলাদেশ।
আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সফর। ২০১৮ ও ২০২২ সালের সফরেও ক্যারিবয়দের বিপক্ষে এই ভেন্যুতেই প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এবারের সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে জ্যামাইকায়।
বাংলাদেশের এই সফরটি আইসিসির ভবিষ্যত সফর সূচিতেই (এফটিপি) ছিল। শুক্রবার সিরিজটির সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ, সব ম্যাচ হবে সেন্ট কিটসে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।
মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সিরিজ, এদিন নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট।
দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর, ম্যাচটি হবে জ্যামাইকার স্যাবাইনা পার্কে। এই মাঠটিতে এর আগে তিনটি সফরে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তাদের। এবারের সফরের ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
কয়েক দিন বিরতির পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ৮, ১০ ও ১২ ডিসেম্বর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এই মাঠেও আগের তিনটি সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ।
সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন টি-টোয়েন্টি। এই মাঠে টেস্ট এবং ওয়ানডে খেললেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী জুনে এখানে বিশ্বকাপের দুটি ম্যাচও আছে নাজমুল হোসেন শান্তর দলের।
এর আগে ঘরের মাঠে-বাইরে বেশ কয়েকটি সিরিজ আছে বাংলাদেশের। আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুটি টেস্ট খেলবে তারা। এই সফরের পর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ যাবে দলটি।