ইংল্যান্ডের সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব
বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় বোলার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন না বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। তার এই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হবে ১০ ডিসেম্বর থেকে। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়।
আপাতত ইংল্যান্ডের কোনো ধরনের ক্রিকেটে বোলিং করার সুযোগ না থাকলেও সাকিবের জন্য পথটা পুরোপুরি বন্ধ নয়। ইংল্যান্ডের বাইরের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতড়াতে পারলে সেটা বিবেচনা করে দেখবে ইসিবি। তবে নিষেধাজ্ঞা যে উঠিয়ে নেওয়া হবে, সেই নিশ্চয়তা মেলেনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের খবরে এমন জানিয়েছে।
১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব। পেশাদার ক্যারিয়ার আরও দীর্ঘ। লম্বা এই সময়ে জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে অবদান রাখলেও মূলত বোলার সাকিবের কদরই বেশি। বাঁহাতের স্পিন ভেল্কিতে গড়েছেন কতোই না রেকর্ড। দীর্ঘ পথচলায় কখনও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি। এবার উঠলো, পেতে হলো নিষেধাজ্ঞাও।
১৩ বছর পর কাউন্টিতে ফেরার পর্বে সমারসেটের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে কাউন্টি কর্তৃপক্ষ। মূলত অনফিল্ড আম্পায়াররা রিপোর্ট করার পরে বাংলাদেশ অলরাউন্ডারের বোলিংকে সন্দেহজনক হিসেবে অভিহিত করা হয়। এর কিছুদিন পর ইংল্যান্ডের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব, কিন্তু পরীক্ষাতে উতড়াতে পারলেন না তিনি।
গত সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাকিব পরের ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সারের পক্ষে সবচেয়ে বেশি ৬৩.২ ওভার বোলিং করেন তিনি। ওই ম্যাচে তার কিছু ডেলিভারি দেখে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন তারা, ইংল্যান্ডের কোনো ক্রিকেটে খেলতে সাকিবকে পরীক্ষা দিতে বলা হয়। গত ২ ডিসেম্বর পরীক্ষা দেন সাকিব, যেটার ফল আজ জানানো হলো।
দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন সাকিব। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরে দুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি, খেলেন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। পরে কানাডাতে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক হিসেবে খেলেন গ্লোবাল টি-টোয়েন্টি। এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলেন সাকিব। এই সিরিজের পর ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারতে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে।
টেস্ট সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফেরেন তিনি। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও নিজের নিরাপত্তার স্বার্থে দেশে ফেরা হয়নি সাকিবের। এর পর থেকে বাইরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তার। বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি-টেন খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার বর্তমানে খেলছেন শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট লঙ্কা টি-টেন সুপার লিগ। আসরটিতে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব।