ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না সাকিব
ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানকে বোলিং থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোনো ধরনের প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না তিনি। এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। রোববার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসি স্বীকৃত ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে সাকিবের দেওয়া বোলিং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ, বাংলাদেশের হয়েও সাকিবের খেলার সুযোগ কমে গেল। অলরাউন্ডার হলেও মূলত বোলার সাকিবের কদরই বেশি। কিন্তু এখন খেলতে হলে তাকে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে।
তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা জারি থাকবে না। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি। আইসিসিরি অনুমোদিত কোনো পরীক্ষাগারে বোলিং অ্যাকশনে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। পরবর্তী পরীক্ষাতেও তার বোলিংয়ে ত্রুটি থেকে গেল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হবেন বোলার সাকিব।
আইসিসির ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন সম্পর্কিত নিয়মের ১১.৩ ধারার ধারায় বলা আছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যখন তাদের ঘরোয়া প্রতিযোগিতায় কোনো খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তখন সেই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও প্রযোজ্য হয়। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন হয় না।
বিসিবি বিবৃতিতে আরও বলা হয়েছে, নিয়মের ১১.৪ ধারা অনুযায়ী সাকিব আবারও আইসিসি অনুমোদিত টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়ন করাতে পারবেন। এই মূল্যায়নে তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলে তিনি আবার আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং করার অনুমতি পাবেন। আপাতত সাকিব ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন। আইসিসিরি অনুমোদিত কোনো পরীক্ষাগারে বোলিং অ্যাকশনে পরীক্ষা দিয়ে উতড়াতে পারলেই কেবল বোলিং করার অনুমতি মিলবে সাকিবের।
বিসিবি নিশ্চিত করেছে, শিগগিরই অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষা দেবেন সাকিব। এই প্রক্রিয়া চলাকালীন ইসিবি, আইসিসি এবং খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। এ বিষয়ে বিসিবি আর কোনো মন্তব্য করবে না। বর্তমানে গল মার্ভেলসের হয়ে শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট লঙ্কা টি-টেন সুপার লিগে খেলছেন সাকিব।
১৩ বছর পর কাউন্টিতে ফেরার পর্বে সমারসেটের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। ওই ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে কাউন্টি কর্তৃপক্ষ। মূলত অনফিল্ড আম্পায়াররা রিপোর্ট করার পরে বাংলাদেশ অলরাউন্ডারের বোলিংকে সন্দেহজনক হিসেবে অভিহিত করা হয়। এর কিছুদিন পর ইংল্যান্ডের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব।
গত সেপ্টেম্বরে সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া সাকিব পরের ইনিংসে নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে সারের পক্ষে সবচেয়ে বেশি ৬৩.২ ওভার বোলিং করেন তিনি। ওই ম্যাচে তার কিছু ডেলিভারি দেখে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হন তারা, ইংল্যান্ডের কোনো ক্রিকেটে খেলতে সাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।