গণটিকা কার্যক্রমের প্রথম দিনে ২৮ লাখ টিকা প্রদান
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে প্রথমবারের মত ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে গণটিকাদান শুরু হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিন শনিবার (৭ আগস্ট) ২৮ লাখের ওপরে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জন। আর দ্বিতীয় ডোজগ্রহণকারীর সংখ্যা ৫৩ হাজার ৭৯৮ জন।
রোববার রাত সাড়ে ১২টায় পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া হয় ২৪ লাখ ৯৯ হাজার ৫৪১ জনকে এবং মর্ডানার ডোজ গ্রহণ করে ২ লাখ ৮৩ হাজার ৭২১ জন।
এছাড়া সিনোফার্মের টিকা নিয়েছেন ১৩,৫৩,৯১৭ জন পুরুষ ও ১১,৪৫,৫৩৪ জন নারী। আর মর্ডানার টিকা নিয়েছেন ১,৬১,০১৯ জন পুরুষ ও ১,২২,৭০২ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, শনিবার (৭ আগস্ট) গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও সিলেট জেলার গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মূল প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হয় নি। রোববার (৮ আগস্ট) ওই ৫ জেলার নারী ও পুরুষের টিকা গ্রহণের সংখ্যা আলাদা করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর পর তা মূল প্রতিবেদনে যুক্ত করা হবে।
আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে এই টিকাপ্রদান ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় সারা দেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট টিকাপ্রদান কার্যক্রম চালু থাকবে। এছাড়া ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।