র্যাগিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর শাস্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৩৩ শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দেওয়া হয়েছে। শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের প্রেক্ষিতে ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।
র্যাগিং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা, ষড়যন্ত্র, ইন্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, ভয়ভীতি, হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা, হলের কক্ষের তালা ভেঙ্গে কক্ষ দখলসহ আরও বিভিন্ন অপরাধের কারণে এ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরাধের ধরণ ও মাত্রাভেদে ছয় শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল, পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার, চারজনকে এক বছরের জন্য বহিষ্কার, দুইজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার, একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারসহ পাঁচ হাজার টাকা জরিমানা, একজনকে শুধু পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও পাঁচজনকে মুচলেকা দেওয়ার মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা ব্যতীত মুচলেকার মাধ্যমে হলে থাকার অনুমতিপ্রাপ্ত পাঁচজনসহ শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।