আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ রোববার প্রধান বিচারপতির বাসভবনের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল জুলাই মাসের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একটি দল আজ রোববার দুপুরে ঢাকার শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সমাবেশ শুরু করে। সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তা কাকরাইল মসজিদ ও মৎস্য ভবন এলাকা দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে।
বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী তাদের তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল, আওয়ামী লীগের গোপন হত্যাকাণ্ড থেকে দেশপ্রেমিক শিক্ষার্থী ও নাগরিকদের রক্ষা করা এবং কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের সব অপরাধী সদস্যদের গ্রেপ্তার এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব আন্দোলকারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
পুলিশের বাধা সত্ত্বেও, বিক্ষোভকারীরা প্রধান বিচারপতির বাসভবনের সামনে একমুখী সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা ঘোষণা দেন, তাদের স্মারকলিপি গ্রহণ না করা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।