বগুড়ায় এক সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
বগুড়ায় আহসান হাবীব সায়েম নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যা হুমকি দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। সোমবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের নওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে।
সায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানতে চাইলে আহসান হাবীব সায়েম বলেন, "গতকাল রাতে কোন এক সময় আমার ঘরের দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক লেখা হয়। আমার ভাবি সেটি দেখে আমাকে জানায়। পরে আমি গিয়ে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত।"
সায়েম আরও বলেন, "ফ্যাসিস্ট সরকারের দোসররা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা সব সময় চেষ্টা করছে সংকট তৈরির। এ বিষয়ে আমি সন্ধ্যায় থানায় একটি জিডি করবো। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।"
বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান জানান, "বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক এবং আতঙ্কের। ২৪ এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।"
এ বিষয়ে জুলাই আগস্টে অংশগ্রহণকারী অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রস্তুতি কমিটির আহ্বায়ক বগুড়া জেলা শাখা নিয়তি সরকার নিতু বলেন, "জুলাই আগস্টের আন্দোলনে অংশ গ্রহণকারী আহসান হাবীবকে তার বাড়ির দেয়ালে লিখিত হুমকির পিছনে যুক্তদের অনতিবিলম্বে খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, "ঘটনাটি আমরা জেনেছি। এরপর থেকেই রহস্য উদ্ঘাটনে আমাদের একাধিক টিম কাজ করছে।"