আবু বকর হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আবু বকর সিদ্দিকের হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রদের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যায্যতা ও ন্যায় বিচারের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০১০ সালে স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আবু বকর গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দশজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করে। দুইজন ছাত্র এই বহিষ্কার বাতিলের জন্য পৃথক রিট আবেদন করেন। ২০১২ সালে হাইকোর্ট বহিষ্কারাদেশ বাতিল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা জানিয়েছেন, আরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবু বকর সিদ্দিকের মৃত্যুর ন্যায়বিচার করা সম্ভব। এই বিশ্বাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।