বাংলাদেশের লক্ষ্য ২৩১ রান
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/11/taijul_0.jpg)
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসের মতো আর শাসন করতে দিলো না বাংলাদেশ। দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানেই ক্যারিবীয়দের অলআউট করে দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৩ রানে এগিয়ে থাকায় ২৩০ রানের লিড পেয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৩১ রানের।
দারুণ বোলিং করা তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি উইকেট। ৩টি উইকেট নিয়েছেন নাঈম হাসান। এ ছাড়া আবু জায়েদ রাহি ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট পান। সর্বোচ্চ ৩৮ রান করেছেন এনক্রুমা বনার। জন ক্যাম্পবেল ১৮ ও জশুয়া ডা সিলভা ২০ রান করেন। ক্যারিবীয়দের বাকি কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি।
তাইজুলের ভেল্কিতে দিশেহারা উইন্ডিজ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/05/taijul_0.jpg)
লাঞ্চ থেকে ফিরেই স্পিন ভেল্কি দেখালেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দিয়েছেন জুশুয়া ডা সিলভাকে। টার্ন করে বেরিয়ে যাওয়া তাইজুলের একটি ডেলিভারিতে ব্যাট চালালেও ভালোভাবে সংযোগ করতে পারেননি ডা সিলভা। বল গিয়ে জমা হয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে।
আলজারি জোসেফকেও টিকতে দেননি দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট নেওয়া তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৫২ ওভার শেষে ৮ উইকেটে ১১৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ২২৯ রানের।
লিড বাড়িয়ে নিচ্ছেন বনার-ডা সিলভা
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/14/da_silva_0.jpg)
চতুর্থ দিনের শুরুতেই তিন উইকেট তুলে নিলেও স্বস্তিতে থাকতে পারছে না বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৮ রান তুলে লাঞ্চে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে ২১১ রানের লিড পেয়েছে। লিড বাড়িয়ে নেওয়ার কাজটি করে যাচ্ছেন এনক্রুমা বনার ও জুশুয়া ডা সিলভা। বনার ৩০ ও ডা সিলভা ২০ রানে অপরাজিত আছেন।
প্রথম ইনিংসেও দলকে পথ দেখিয়েছেন ক্যারিবীয় এই দুই ব্যাটসম্যান। অবশ্য দারুণ ইনিংস খেলেও দুজনকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। দুজনই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আউট হন। বনার আউট হন ৯০ রানে। ডা সিলভার ইনিংস থামে ৯২ রানে।
রাহির পর তাইজুলের ছোবল, বিপদে উইন্ডিজ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/11/rahi_wicket.jpg)
তৃতীয় দিনের শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে এমনতিই অস্বস্তিতে ছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন সকালে তাদের অস্বস্তি আরও বাড়ালেন আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম। ৩২ রানের মধ্যেই ক্যারিবীয়দের ৩ উইকেট তুলে নিয়েছেন রাহি-তাইজুল।
জোমেল ওয়ারিক্যানকে ফিরিয়ে শুরুটা করেন রাহি। এরপর ডানহাতি এই পেসার ফেরান কাইল মেয়ার্সকে। ৫২ রানে ৫ উইকেট হারানো দলকে আরও চাপে ফেলেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার ফিরিয়ে দেন জার্মেইন ব্ল্যাকউডকে। প্রথম ইনিংসে ৪০৯ রান তোলা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৯১ রানের।