বোরকা-নেকাব ছেড়ে নতুন রূপে আইএস-বধূ শামীমা
যুক্তরাজ্যের নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিরুদ্ধে করা প্রথম মামলায় হেরে যাবার পর এবার নতুন রূপে সামনে এলেন ব্রিটিশ-বাংলাদেশি বংশোদ্ভূত আইএস-বধূ শামীমা বেগম। সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়ার রজ ক্যাম্প শরণার্থী শিবিরে তোলা শামীমার বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়।
রঙিন চুল, চোখে সানগ্লাস আর নতুন পোশাকে শামীমা বেগমকে চেনার উপায় নেই। ২১ বছর বয়সী শামীমা যুক্তরাজ্যে ফেরার আইনি লড়াইয়ে আছেন। এর মাঝেই নতুন রূপে নিজেকে হাজির করলেন ক্যামেরার সামনে। শামীমার সম্মতিতেই ছবিগুলো ধারণ করা হয়।
তবে, ছবি তুললেও কোনো মন্তব্য করতে রাজী হননি শামীমা। আর তাই অতীত নিয়ে এখন কী ভাবছেন গণমাধ্যমের পক্ষে তা জানা সম্ভব হয়নি। তবে, শামীমার নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন শামীমার আইনজীবীরা।
বর্তমানে, হিজাব ও ইসলামী পোশাক ত্যাগ করা অন্যান্য নারীদের সাথে ক্যাম্পে অবস্থান করছেন তিনি।
আইএসের সাবেক এই বালিকা বধূ ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন ছেড়ে স্কুলের দুই বন্ধুর সাথে সিরিয়ায় পাড়ি জমান। শামীমার বয়স তখন মাত্র ১৫। সেখানে ধর্মান্তরিত এক ডাচ নাগরিককে বিয়ে করেন তিনি। পরবর্তীতে এই দম্পতির তিনটি সন্তান হলেও তাদের বাঁচানো যায়নি।
- সূত্র: ডেইলি মেইল