'যেকোনো সময়, যেকোনো স্থানে': জুন ও সেপ্টেম্বরে বাইডেন বনাম ট্রাম্প বিতর্ক
বাইডেন ট্রাম্পকে জুন ও সেপ্টেম্বরে দুটি প্রেসিডেন্সিয়াল টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছিলেন। জবাবে ট্রাম্প ট্রুথ এ গতকাল (বুধবার) প্রস্তাবিত তারিখের বিতর্ক করতে প্রস্তুত বলে জানান।