ক্রিম ২১-এর সঙ্গে তাহসান
নিজের মেধা ও অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে লাখো ভক্তের মন জয় করে চলেছেন তাহসান। এবার সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি ক্রিম ২১-এর (Creme 21) সঙ্গে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির একটি উদ্যোগে যুক্ত হয়েছেন।
এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে ও আশপাশের পরিবেশকে জীবাণুমুক্ত রাখতে সবাইকে উৎসাহিত করবেন তিনি। সেই সঙ্গে অনুপ্রাণিত করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত হতে।
কোভিড-১৯ ভাইরাসের কারণে সৃষ্ট মহামারির এই দুঃসময়ে সুস্থ থাকার অন্যতম উপায় হলো সচেতনতা। ভাইরাসকে ভয় না পেয়ে বরং একটু সতর্ক থেকে মোকাবেলা করলেই নিরাপদ থাকা সম্ভব। করোনাভাইরাস হাত থেকে নাক, মুখ বা চোখ দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে। তাই নিয়মিত হাত পরিষ্কার রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে এই ভাইরাসকে দূর করতে দরকার মানসম্মত কার্যকরী জীবাণুনাশক।
এছাড়াও ঘন ঘন হাত ধোয়ার ফলে হাতের কোনো ক্ষতি যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির তৈরি ক্রিম ২১-এর পথ চলা দীর্ঘ ৫০ বছরের। শুরু থেকেই অনবরত রিসার্চ ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গুনগত মান বাড়িয়ে পণ্যটি নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। স্কিন কেয়ার জগতে প্রথম সারির একটি ব্র্যান্ড এখন ক্রিম ২১। সেই ধারাবাহিকতায় তারা তৈরি করেছে জীবাণু ধ্বংসকারী শক্তিশালী হ্যান্ড স্যানিটাইজার।
বরাবরের মতো ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে সম্প্রতি ইমামি গ্রুপ এই পণ্য বাজারজাত শুরু করেছে।
ক্রিম ২১ হ্যান্ড স্যানিটাইজার জীবাণু থেকে সুরক্ষা দিতে ৯৯.৯% সক্ষম বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে থাকা ভিটামিন-ই এবং অ্যালোভেরা হাতের ত্বককে রাখে মোলায়েম ও সুরক্ষিত। তাই এই মুহূর্তে করোনা মোকাবেলায় বেশ উপযোগী পণ্য ক্রিম ২১ হ্যান্ড স্যানিটাইজার।
ক্রিম ২১ হ্যান্ড স্যানিটাইজারের ৫০ মি.লি. ও ১০০ মি.লি. আকারের পণ্য বাজারজাত করার পাশাপাশি করোনাকালে নিরাপদ থাকার জন্য একটি জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন কোম্পানিটি। আর সেই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাহসান।
স্বনামধন্য মডেল ও সফল অভিনেতা তাহসানের সঙ্গে ইমামি গ্রুপের মেধাবী ও দক্ষ কর্মীদল এক হয়ে কাজ করলে, সচেতনতামূলক এই কার্যক্রম সফল হবে বলে আশাবাদী ইমামি বাংলাদেশ লিমিটেড।