খুলে দেওয়া হলো ৫ হাজার বছরের পুরোনো পিরামিড
মেরামতের জন্য দীর্ঘদিন বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়েছে মিসরের সবচেয়ে প্রাচীন পিরামিড 'জোসার'। ছয় স্তরের সোপানে সজ্জিত পিরামিডটি পুরোপুরি পাথরে তৈরি। বানানো হয়েছিল প্রায় ৪ হাজার ৭০০ বছর আগে।
জোসার পিরামিডটি ২০৭ ফুট উঁচু। এটিই পৃথিবীর সবচেয়ে পুরনো পাথুরে বিল্ডিং। মেমফিস বা প্রাচীন মিসরের রাজধানীর শহরতলিতে, সাক্কারা কবরাস্থানে এটি নির্মাণ করা হয়। খবর সিএনএনের।
পিরামিডটি ঘিরে আছে বেশকিছু হলরুম ও দরবার। প্রাচীন মিসরের তৃতীয় রাজবংশের দ্বিতীয় রাজা জোসারের (খ্রিস্টপূর্ব ২৬৫০-২৫৭৫) শাসনামলে এটি বানানো হয়।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, জোসারের মুখ্যমন্ত্রী এবং একাধারে ঋষি, উজির ও জ্যোতিষী হিসেবে সুখ্যাত ইমহোতেপ ছিলেন এই পিরামিডের স্থপতি।
প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই পিরামিডের সংস্কারকাজ শুরু হয় ২০০৬ সালে। কিন্তু মাঝখানে মিসরের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও প্রেসিডেন্ট হুসনি মুবারকের পতন- সব মিলিয়ে ২০১১ ও ২০১২ সালে তা স্থগিত হয়ে যায়। ২০১৩ সালে আবার শুরু হয় সংস্কারকাজ।
সংস্কারের সময় ভেঙ্গে পড়া সিলিং ব্লকের পাশাপাশি মেরামত করা হয়েছে একটি সমাধিকক্ষ ও করিডর। এছাড়া ভাঙাচুরা পাথরগুলোও পরিষ্কার করা হয়েছে। এ সময়ে গ্র্যানেট পাথরের লিপিখচিত প্রায় ১৬ ফুট উঁচু এবং ১৭৬ টন ওজনের একটি শাবাধারও পিরামিডটিতে আবিষ্কার করা হয়।
এছাড়া নতুন করে ঢেলে সাজানো হয়েছে আলোকব্যবস্থা।
মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী খালেদ এল-এনানি জানিয়েছেন, জোসার পিরামিডটি সংস্কার করতে প্রায় ১০ কোটি ৪০ লাখ ইজিপ্সিয়ান পাউন্ড বা সাড়ে ৫৬ কোটি টাকা খরচ হয়েছে।