বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরক খণ্ডের সন্ধান মিলল বতসোয়ানাতে
আফ্রিকার দেশ বতসোয়ানাতে ১,০৯৮ ক্যারেট ওজনের একটি হীরক খণ্ডের সন্ধান মিলেছে। দেশটির হীরা উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা একে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরক খণ্ড হিসেবে ঘোষণা দিয়েছে।
গত ১ জানুয়ারি হীরক খণ্ডটি পাওয়া যায়। দেবসোয়ানা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লিনেট আর্মস্ট্রং গতকাল একে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসির সামনে প্রদর্শন করেছেন।
১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩,১০৬ ক্যারেট ওজনের কালিনান হীরাটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় হীরক খণ্ড। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ডটিও বতসোয়ানাতেই পাওয়া যায়। ২০১৫ সালে ১,১০৯ ক্যারেট ওজনের লেসেদি লা রোনা নামের সেই হীরাটির সন্ধান মেলে।
আর্মস্ট্রং বলেন, "দেবসোয়ানার গত ৫০ বছরে পরিচালিত অভিযানগুলোর মধ্যে এটিই বৃহত্তম হীরা"।
"আমাদের প্রাথমিক বিশ্লেষণ থেকে বলতে পারি, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরক খন্ড। একে ডি-বিয়ার্স চ্যানেলের মাধ্যমে বিক্রি করব নাকি রাষ্ট্রায়ত্ত ওকাভাঙ্গো ডায়মন্ড কোম্পানির মাধ্যমে সে বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি"।
তিনি বলেন, "হীরা এবং বতসোয়ানা উভয়ের প্রেক্ষিতে এটি বিরল এবং অসাধারণ একটি রত্ন। একটি ধুঁকতে থাকা জাতির জন্য এটি যেন এক আশার আলো"।
হীরক খন্ডটির জন্য এখনও কোন নাম দেয়া হয়নি। ২০২০ সালে মহামারির প্রভাবে বতসোয়ানোতে হীরা বিক্রি হ্রাস পেয়েছে। এমন এক সময়ে এই হীরক খন্ডের সন্ধানের খবরে দেশটির খনিজ মন্ত্রী লেফোকো মোয়াগি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
দেবসোয়ানা, বতসোয়ানা সরকার ও অ্যাংলো আমেরিকান ডায়মন্ড কোম্পানি ডি বিয়ার্সের যৌথ উদ্যোগে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান।
মহামারিতে দেবসোয়ানার উৎপাদন ২৯% হ্রাস পেয়ে ১৬.৬ মিলিয়ন ক্যারেট এবং বিক্রয় ৩০% হ্রাস পেয়ে ২.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এখন আস্তে আস্তে বিশ্বজুড়ে ভ্রমণ বিধিনিষেধ শিথিল এবং জুয়েলারী বাণিজ্য পুনরায় চালু করার ফলে প্রতিষ্ঠানটি এ বছর তাদের রাজস্ব ৩৮% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।
- সূত্র-দ্য গার্ডিয়ান