মহাকাশ ভ্রমণে যেতে চান? ভার্জিন আটলান্টিকে বিনে পয়সায় আসন, লুফে নিন
বাণিজ্যিকভাবে এখন মহাশূন্য ভ্রমণের হিড়িক পড়ে গেছে এবং সবচেয়ে আনন্দের খবর হলো, এই সুযোগ আপনার জন্যও উন্মুক্ত আছে। আপনিও চাইলে মহাশূন্যের যাত্রী হতে পারেন। আরো মজা, আপনি একা নন, সঙ্গে একজন বন্ধুকেও সাথে নিয়ে ইতিহাসের অংশ হতে পারেন আপনি!
গত ১১ জুলাই স্যার রিচার্ড ব্র্যানসন ভার্জিন গ্যালাক্টিকের একটি মহাকাশযানে করে পরীক্ষামূলক মহাকাশ ভ্রমণে যান। এর ঠিক নয়দিন পর তিনজন সহযাত্রীকে নিয়ে ব্র্যানসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত জেফ বেজোস ব্লু অরিজিনের আরেকটি মহাকাশযানে করে মহাশূন্য ভ্রমণ সম্পন্ন করেন। প্রতিযোগিতার দৌড়ে আবারও হাজির হচ্ছে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন আটলান্টিক। আর এ অভিযানের দুটি আসন উন্মুক্ত রাখা আছে সবার জন্য- চাইলে এ আসন দুটি বাগিয়ে নিতে পারেন আপনি আর আপনার বন্ধুও।
ভার্জিন গ্যালাকটিকের প্রথম দিকের এ বাণিজ্যিক ফ্লাইটগুলোর একটির অংশ হতে এবং মহাকাশ থেকে ঘুরে আসার স্বপ্ন পূরণ করতে আপনাকে লগ ইন করতে হবে এই ওয়েব এড্রেসটিতে https://www.omaze.com/products/virgin-galactic-2021 ; এখানেই প্রয়োজনীয় সব নির্দেশনা দেয়া রয়েছে।
আপনি যতগুলো 'এন্ট্রি' চান, সে অনুযায়ী ৫ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন। আর এই টাকা চলে যাবে 'এইড ফাউন্ডেশন আমেরিকা' নামের একটি দাতব্য সংস্থায়। তবে এটি সম্পূর্ণ ঐচ্ছিক, অনুদান প্রদানে বাধ্যবাধকতা নেই। আপনার এই মহাকাশ যাত্রায় সঙ্গে থাকবেন খোদ রিচার্ড ব্র্যানসনও।
এ ভ্রমণের বিশদ বৃত্তান্তে লেখা হয়েছে, "আপনি এবং আপনার অতিথি এমন একটি ভার্জিন গ্যালাকটিক স্পেসশিপে উঠবেন যা আপনাকে ঠিক বিমানের মতোই স্বাচ্ছন্দ্য যাত্রা নিশ্চিত করবে।
এরপর যখন পাশের জানালা দিয়ে বাইরে চোখ মেলে তাকাবেন, দেখবেন কীভাবে তা নীল থেকে গাঢ় নীল হতে হতে এক সময় নিকষ আঁধারে রূপ নেয়"।
"পৃথিবীর ওপরে ভাসমান অবস্থায়, আমাদের এই উজ্জ্বল গ্রহ এবং এর চারপাশ ঘিরে থাকা ছায়াপথের যে শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনি দেখবেন, তার সাথে কোন কিছুরই তুলনা হতে পারে না"।
"কিছুক্ষণ পরই আপনাকে কেবিনে ভেসে থাকার নির্দেশনা দেয়া হবে। কেবিন জুড়ে থাকা ক্যামেরা প্রতিটি মুহূর্ত এইচডিতে রেকর্ড করবে। স্পেসশিপের ১৭টি জানালা দিয়েই বাইরের দৃশ্য অবলোকন করতে পারবেন।
শুধু তাই নয়, মহাকাশে ভাসমান অবস্থায় নিজেকে কেমন লাগছে দেখতে, তার জন্যে কেবিনের মধ্যে থাকবে আয়নার ব্যবস্থাও"।
নিউ মেক্সিকোতে ফ্লাইট এবং থাকার ব্যবস্থাও কিন্তু এই ভ্রমণে অন্তর্ভুক্ত, কারণ নভোযানটি সেখান থেকেই যাত্রা শুরু করবে।