সাতবার কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গে ৩৫ হাজার ডলার জরিমানা
ক্রমাগত হোম কোয়ারেন্টিন ভঙ্গ করায় তাইওয়ানের এক ব্যক্তিকে ১০ লাখ তাইওয়ানি ডলার (৩৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
জরিমানার শিকার ওই ব্যক্তি মধ্য তাইওয়ানের তাইচুং-এ বাস করেন। তিনি চীনে ব্যবসায়িক ভ্রমণ থেকে ফিরে আসার পর তার অ্যাপার্টমেন্টে কোয়ারান্টিনে থাকাকালীন সময়ে তিনি অন্তত সাতবার কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন।
কেনাকাটা করতে, গাড়ি ঠিক করতে এবং অন্যান্য আরও কিছু কাজে তিনি তিন দিনে সাতবার তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছিলেন।কোয়ারেন্টিনের সময় বাড়ি থেকে বের হওয়া নিয়ে তিনি বেশ কয়েকবার এক প্রতিবেশির সাথে বিবাদেও জড়িয়েছেন।
তাইচুং-এর স্থানীয় সরকার নিশ্চিত করেছে, ওই ব্যক্তি ২১ জানুয়ারি চীনের মূল ভূখণ্ড থেকে ফিরেছে। তাইওয়ানের নিয়ম অনুযায়ী দূর ভ্রমণের পর নাগরিকদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হয়।
তাইচুং-এর মেয়র লু শিও-ইয়েন ওই ব্যক্তির কোয়ারেন্টাইন ভঙ্গ'কে 'গুরুতর অপরাধ' বলে নিন্দা জানিয়েছেন এবং তাকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে বলে সতর্ক করেন।
এই জরিমানা এখন পর্যন্ত তাইওয়ানে সর্বোচ্চ। ওই ব্যক্তিকে তার কোয়ারান্টিনের খরচের জন্য প্রতিদিন ৩ হাজার এনটিডি (১০৭ মার্কিন ডলার) দিতে হবে। তাইওয়ান সরকার প্রতিদিন ১ হাজার এনটিডি (৩৫ ডলার) করে ক্ষতিপূরণ দেয় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের, এই সুবিধা থেকেও বঞ্চিত হবেন ওই ব্যক্তি।
করোনাভাইরাস মোকাবেলায় তাইওয়ান বিশ্বের সবচেয়ে সফল অঞ্চলগুলোর মধ্যে একটি। স্বায়ত্তশাসিত এই দ্বীপটি মহামারির প্রথম দিকেই তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এরপর গণহারে করোনা পরীক্ষা এবং কন্ট্রাক্ট ট্রেসিং করে কঠোরভাবে কোয়ারেন্টিনের নির্দেশনা দেয়।
২০২০ সালের ডিসেম্বরে ফিলিপাইনের এক অভিবাসী শ্রমিককে মাত্র আট সেকেন্ডের জন্য তার কোয়ারেন্টিন ভঙ্গ করায় ৩,৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। ওই ব্যক্তি সরকার অনুমোদিত একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিল,মাত্র ৮ সেকেন্ডের জন্য তার রুমের বাইরের হলওয়েতে বের হয়েছিলেন তিনি। এ ঘটনাও সিসিটিভিতে ধরা পড়ে যায়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২৩ মিলিয়ন মানুষের দ্বীপে মাত্র ৮৮৯জন মানুষ এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭জন।
- সূত্র: সিএনএন