প্লেনেই বিমানবালা প্রেমিকাকে বিয়ের প্রস্তাব পাইলটের!
বিমানবালা প্রেমিকাকে মাঝ আকাশে বিয়ের প্রস্তাব দিলেন পাইলট, আর কোনো প্রশ্ন ছাড়াই নির্দ্বিধায় প্রস্তাবটি লুফে নেন অভিভূত প্রেমিকা। সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে ওয়ারশ থেকে ক্রাকো যাওয়ার পথে একটি পোলিশ ফ্লাইটে।
এলওটি পোলিশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে একটি শেয়ার করা ভিডিওতে দেখা যায় ক্যাপ্টেন কনরাড হ্যাঙ্ক তার প্রেমিকা পোওলাকে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।
তিনি বলেন, 'আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রায় দেড় বছর আগে এই চাকরিতে আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার একজন ব্যক্তির দেখা পেয়েছিলাম যে আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছি। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হওয়া। এই কারণেই তোমার কাছে আমার অনুরোধ, তুমি কি বিয়ে করবে আমায়?'
এরপরে পোওলা বিমানের করিডোর দিয়ে দৌড়ে এসে হবু স্বামীকে এসে আলিঙ্গন করেন।
আনন্দিত যাত্রীদের সামনে যখন হ্যাঙ্ক আঙুলে আংটিটি পরিয়ে দিচ্ছিলেন তখন আনন্দিত পোওলা বলেন, 'আমি জানি না এটা তোমার জন্য সঠিক হাত কিনা।'
ফেসবুকে ভিডিওটিতে সহস্রাধিক কমেন্ট পড়েছে।
স্লাওয়েক জাস্টিনিয়ার্স্কি লিখেছেন, 'অসংখ্য অভিনন্দন! আপনার উভয়ের বহু বছরের সুখ এবং ভালবাসা কামনা করি।'
মনিকা জিয়েলিনস্কি লিখেছেন, 'তোমাদের দুজনকে অভিনন্দন। আজীবন সুন্দর স্মৃতি ও ভ্রমণের শুভেচ্ছা রইল।'
এই দম্পতি আশা করছেন যে তাদের সম্পর্ক পাইলট-বিমানবালা দম্পতি ইলনা যেহন এবং ইয়ান ডানকানের ৫০ বছরের রোম্যান্সের মতোই দীর্ঘস্থায়ী হবে।
তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় ১৯৭০ সালে দিকে যখন তারা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজে একসাথে কাজ করতেন। প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজে ইলনা যেহন একজন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ডানকান পাইলট হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালে ৮৬ বছর বয়সে ডানকানের মৃত্যুর আগ পর্যন্ত একসাথেই জীবন কাটিয়েছেন তারা।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন