চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারবাহী পণ্য ডেলিভারি বন্ধ
শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি এবং বিভিন্ন অফডক থেকে জাহাজীকরণের জন্য বন্দরে রপ্তানি পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কর্মবিরতির ডাক দেয় প্রাইম মুভার শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারবাহী পণ্য নিয়ে এবং অফডক থেকে রপ্তানি পণ্য নিয়ে বন্দরে প্রতিদিন প্রায় ৭ হাজার প্রাইম মুভার চলাচল করে। এতে নিয়োজিত আছে প্রায় ১৪ হাজার শ্রমিক।
এদিকে কর্মসূচী ঘোষণার পর সংকট নিরসনে শনিবার সকালে প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান না হওয়ায় তাদের কমৃসূচী অব্যাহত রেখেছে শ্রমিক ইউনিয়ন।
প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাঈন উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শনিবার সকাল ৯ টা থেকে ৫ দফা দাবিতে আমরা কর্মবিরতির ডাক দিই। এর ফলে প্রাইম মুভার চালকরা চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি এবং অফডক থেকে বন্দরের কন্টেইনার পরিবহন বন্ধ রাখে। পরবর্তীতে ফৌজদারহাট সার্কেল এসপির তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৈঠকে কোন সমাধান না আসায় আমরা কর্মসূচী অব্যাহত রেখেছি।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার নিয়ে প্রায় ৭ হাজার প্রাইম মুভার সারা দেশে চলাচল করে। আর এতে চালক-সহকারীসহ ১৪ হাজার শ্রমিক নিয়োজিত আছে। বিভিন্ন সময় শ্রমিকদের দাবিগুলো নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করা হলেও তাদের দাবিগুলো মালিক পক্ষ পূরন করে না।
প্রাইম মুভার শ্রমিকদের দাবিগুলো হল- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত দেওয়া, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রাইম মুভার শ্রমিকরা কর্মবিরতি পালন করছে বলে জানতে পেরেছি। তারা বন্দর থেকে কন্টেইনারবাহী পণ্য পরিবহন করছেনা। তবে জাহাজ থেকে কন্টেইনার উঠানামা পুরোপুরি সচল আছে।