বাংলাদেশে ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল
ফেসবুকের পর এবার গুগলও বাংলাদেশে প্রথমবারের মতো ২ কোটি ২৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা দিল।
ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান, মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫.৭৭ লাখ টাকা এবং জুন মাসের রিটার্নের বিপরীতে ১.৭৩ কোটি টাকা দিয়েছে গুগল।
এ দেশে গুগলের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করছে 'প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ'।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ফেসবুক বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকার ভ্যাট জমা দেয়।
এর আগে মে মাসে নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশে ব্যবসার জন্য ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় গুগল।
গত বছরের নভেম্বরে, হাইকোর্ট ফেসবুক এবং গুগলসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোর কাছ থেকে সকল প্রকার বকেয়া, রাজস্ব এবং ভ্যাট ও কর আদায়ের নির্দেশ দেন।