তিন অর্থনৈতিক জোনে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ২৮ প্রতিষ্ঠান
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্কে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের অনুমতি পেয়েছে ওয়ালটনসহ ২৮টি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার এসব প্রতিষ্ঠানের অনুকূলে ৩৬৩.৫৩ একর জমিও বরাদ্দ দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের পর এখানে ৩৬ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, খুব শীঘ্রই এসব প্রতিষ্ঠানের সাথে জমির ইজারা চুক্তি স্বাক্ষর হবে। এসব বিনিয়োগের মাধ্যমে পণ্য উৎপাদনে বৈচিত্র্য আসবে। জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ হবে।
বেজা সূত্র বলছে, অনুমোদিত বিনিয়োগকারী কোম্পানির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভারতের আরএইচপিএল হেলথ, আব্দুল মোনেম ইকনোমিক জোন লিমিটেড, বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফকির নিটওয়্যার লিমিটেড এবং ইসরাক স্পিনিং মিলস লিমিটেড।
এর মধ্যে দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট ওয়ালটন একাই ১০০ একর জমিতে ৬৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
প্রতিষ্ঠানটি তাদের রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনারসহ ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করতে এ কারখানায় উৎপাদন করবে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা।
ওয়ালটনের একজন কর্মকর্তা বলেন, রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে সহজে পণ্য পৌঁছাতে মিরসরাই ইকোনমিক জোনে কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
সাবরাং ট্যুরিজম পার্কে ৭টি প্রতিষ্ঠানের মধ্যে ডিআইআরডি গ্রুপ এবং ইফাদ গ্রুপ হোটেল ও টুরিজ্যম খাতে বিনিয়োগ করবে।
জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ৬টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড এবং ওয়ালটন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফার্ভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগের পরিকল্পনা করেছে।