এলএনজি আমদানিতে গ্যাস উন্নয়ন তহবিলের ২ হাজার কোটি টাকা পাবে পেট্রোবাংলা
এলএনজি আমদানির জন্য গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) থেকে পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়।
এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার একটি কপি পাওয়ার দাবি করেছে বার্তাসংস্থা ইউএনবি। যাতে উল্লেখ রয়েছে যে, জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী, এই তহবিল রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলাকে ঋণ হিসেবে দেওয়া হবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম অনেকগুণ বেড়ে যাওয়ায়, আমদানির জন্য দরকারি তহবিল সংকটে পড়েছে পেট্রোবাংলা। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রণালয় এ অনুমোদন দিল।
যুদ্ধের আগে প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দর ১০ ডলারের নিচে থাকলেও, যুদ্ধ শুরুর পর তা ৩৯ ডলার ছাড়িয়ে গেছে।
অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর সহ-সভাপতি এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের সমস্যা দূর করতে সরকার যে গুরুতর সংকটের মধ্যে রয়েছে এটি তারই ইঙ্গিত।
আন্তর্জাতিক স্পট মার্কেটে চড়া দামের কারণে সেখান থেকে এলএনজি না করার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছিল জ্বালানি বিভাগ।
তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান আর কাতার থেকে এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে। এ দুটি উৎস থেকে আমদানির মূল্য আগেই চুক্তির অধীনে নির্ধারিত করা, তবে বিশেষ কিছু পরিস্থিতিতে মূল্যে তারতম্য ঘটে।
নতুন তহবিল দিয়ে পেট্রোবাংলা স্পট বাজার থেকে কিনবে নাকি দীর্ঘমেয়াদি চুক্তি যাদের সাথে রয়েছে– সেই উৎস থেকে কিনবে তা এখনও স্পষ্ট নয়।
গ্রাহকদের দেওয়া গ্যাস বিল থেকে দেশে গ্যাসক্ষেত্র অনুসন্ধানে পেট্রোবাংলা যাতে অতিরিক্ত অর্থ পায়– সেলক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)'র এক নির্দেশনায় কয়েক বছর আগে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) গঠিত হয়।