১২ কেজিতে এলপিজির দাম কমল ৭৫ টাকা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, ১২ কেজিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭৫ টাকা কমানো হয়েছে।
অর্থাৎ চলতি মাসে এলপিজির দাম কেজিতে ৬.২৭ টাকা কমিয়ে ৮৩.২১ টাকা করা হয়েছে; আগের মাস জুনে যা ছিল ৮৯.৪৮ টাকা।
এর আগে মে মাসে কেজিতে এলপিজির দাম ছিল ১০২.৯ টাকা, অর্থাৎ দুই মাসে দাম কমেছে ১৯.৬৯ টাকা।
জুলাই মাসে ভোক্তারা ১২ কেজির সিলিন্ডার পাবেন ৯৯৯ টাকায়; জুনে এই দর ছিল ১,০৭৪ টাকা।
আজ (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশের এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্য থেকে তাদের পণ্য আমদানি করে থাকে।
বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, 'অটো গ্যাস' (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও আগের ৫০.০৯ টাকা থেকে লিটারে ৩.৫ টাকা কমিয়ে ৪৬.৫৯ টাকা (ভ্যাট সহ) হয়েছে।