১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়ল
দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এপ্রিল মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা। মে মাসের জন্য সেই দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
মঙ্গলবার (২ মে) বিইআরসির হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দামের ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মো. নূরুল আমিন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্যবৃন্দ ও বিইআরসির সচিব উপস্থিত ছিলেন।
বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৯১ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে ৫ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দামও বেড়েছে।
এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৫২ পয়সা।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি।