ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি জমা? আরও কর দিতে প্রস্তুত থাকুন
দেশের ব্যাংকগুলোতে টাকা জমা রাখার খরচ আরও বাড়ছে। ৩ বছর পর এবারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যক্তির ব্যাংক আমানতের ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ব্যাংকে ৫০ লাখ টাকার বেশি আমানত থাকলেই গ্রাহককে বেশি কর গুণতে হবে।
বর্তমানে, বার্ষিক ১ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর কোনো এক্সাইজ ডিউটি দিতে হয় না গ্রাহককে।
১ লাখ থেকে ৫ লাখ টাকার বেশি আমানতের ওপর ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে ৫০০ টাকা কর অপরিবর্তিত রাখা হয়েছে।
বর্তমানে, ব্যাংকে ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থিতির ওপর ৩,০০০ টাকা কর দিতে হয়।
এই রেঞ্জকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে— প্রথম ভাগে ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত রেঞ্জকে অপরিবর্তিত রেখে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার ওপর ৩,০০০ টাকা থকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে।
অর্থাৎ, এই রেঞ্জের মধ্যে এক বছরে ব্যাংকে কারো টাকা থাকলে তার শুল্ক বাড়ছে প্রায় ৬৭ শতাংশ।
বর্তমানে বছরে যেকোনো সময়ে কোনো ব্যাংক হিসাবে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে স্থিতি থাকলে তার ওপর এক্সাইজ ডিউটির পরিমাণ ১৫,০০০ টাকা।
এই শ্রেণির ব্যাংক হিসাবধারীদেরও দুটি ভাগে ভাগ করা হয়েছে। ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকার হিসাবধারীদের অপরিবর্তিত রেখে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রেঞ্জের হিসাবধারীদের ওপর তা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে।
আর ৫ কোটি টাকার উপরে জমা থাকা অর্থের ওপর বিদ্যমান ৫০,০০০ টাকার এক্সাইজ ডিউটি অপরিবর্তিত রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।