একবার আক্রান্ত হলে ছয়মাস নতুন করে সংক্রমণের ঝুঁকি থাকে না: অক্সফোর্ড গবেষণা
একবার যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তারা প্রথম সংক্রমণের পর অন্তত ছয়মাস নতুন সংক্রমণের ঝুঁকি মুক্ত থাকেন। ব্রিটিশ স্বাস্থ্য কর্মীদের উপর এক সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে এমন তথ্য জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
মহাব্যাধিটিতে পুরো বিশ্বে ৫ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই অবস্থায় অক্সফোর্ডের গবেষণাটি কিছুটা হলেও আশার কথা শোনালো। খবর রয়টার্সের।
অক্সফোর্ডের ন্যুফিল্ড ডিপার্টমেন্ট অব পপুলেশন হেলথের অধ্যাপক এবং গবেষণা কাজের সহ-দলনেতা ডেভিড আয়ার বলেন, ''বেশিরভাগ মানুষ একবার সংক্রমিত হওয়ার পর অন্তত ছয় মাস নতুন করে কোভিড-১৯ এর কবলে পড়বেন না। স্বল্প-মেয়াদী প্রভাব হলেও এটি সত্যিই অনেক ভালো খবর।''
ইতোপূর্বে, একবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে ওঠার পর কেউ কেউ দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন এমন বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা জানা যায়। এরফলে রোগটির বিরুদ্ধে দেহে গড়ে ওঠা প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষণস্থায়ী, এমন আশঙ্কা করা হয়। সুস্থতা লাভ করেও রোগীরা নিরাপদে থাকতে পারবেন না- এমন ঝুঁকিও দেখা দেয়।
সেই প্রশ্নের উত্তর সন্ধানেই স্বাস্থ্য কর্মীদের নমুনা জনসংখ্যা হিসাবে ধরে নিয়ে তাদের উপর গবেষণা চালান অক্সফোর্ড বিজ্ঞানীদের দল। ব্রিটিশ স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিও অত্যন্ত বেশি- সেটাও বড় কারণ।
ওই গবেষণার ফলাফলেই দেখা গেছে, তাদের মধ্যে পুনঃসংক্রমণের হার আগামীতেও খুব কম পরিমাণেই থাকবে।
এব্যাপারে আয়ার বলেন, 'বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে একবার কোভিড-১৯ সংক্রমণ তাকে সুস্থ হওয়ার পর অন্তত ছয় মাস নতুন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। পরীক্ষায় যাদের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে, তাদের মধ্যে উপসর্গযুক্ত সংক্রমণের কোনো প্রমাণ আমরা পাইনি।''
স্বাস্থ্য কর্মীদের পরীক্ষার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর নাগাদ ৩০ সপ্তাহ জুড়ে গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণার ফলাফল এখনও অন্যান্য বিজ্ঞানীদের পর্যালোচনার অধীন রয়েছে। সেই বিশ্লেষণে উৎরে গেলেই এটি গ্রহণযোগ্যতা লাভ করবে, তার আগেই এটি মেডআরজিভ জার্নালের ওয়েবসাইটে প্রকাশিত হয়।