কবি শঙ্খ ঘোষ করোনায় আক্রান্ত
বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার তার কোভিড-১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ আসে।
৮৯ বছর বয়সী এই ভারতীয় কবি কলকাতায় নিজের বাসায়ই রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন ধরে সামান্য জ্বরে ভুগছিলেন কবি। যদিও আপাতত আর জ্বর নেই তার। তবে খানিকটা দুর্বলতা রয়েছে। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টিনে তিনি।
বার্ধক্যজনিত সমস্যায় বেশ কয়েক মাস ধরেই ভুগছেন শঙ্খ ঘোষ। মাঝে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। লকডাউন চলাকালীনও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাছাড়া বাথরুমে পড়ে গিয়ে আঘাতও পেয়েছিলেন।
কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। কর্মজীবনে তিনি ছিলেন অধ্যাপক। তার লেখা কবিতার বইয়ের মধ্যে রয়েছে 'নিহিত পাতাল ছায়া', 'আদিম লতাগুল্মময়', 'মুর্খ বড় সামাজিক নয়', 'পাজরে দাড়ের শব্দ', 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' প্রভৃতি।