জামাল খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রে বসবাসরত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক সাংবাদিক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়।
সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ৫ জনকে প্রাণদণ্ড দিয়েছে দেশটির আদালত।
সৌদির সরকারি কৌঁসুলি গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আরও ৩ জনকে ২৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরষ্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়।